খাগড়াছড়িতে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে অভিযুক্ত খাগড়াছড়ি এপিবিএন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: কামাল উদ্দিনকে স্কুল থেকে চিরতরে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির মধুপুর এলাকার সচেতন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দআজ ২৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নমিতা চাকমা, লালসা চাকমা, নমিতা ত্রিপুরা, সৌরভ তালুকদার, চাইহ্লাপ্রু মারমা ও হারিশ সওদাগর প্রমুখ।
বক্তারা অবিলম্বে কামাল উদ্দিনকে স্কুল থেকে চিরতরে বহিষ্কার ও শাস্তির দাবি জানানমানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট তারা একটি স্মারকলিপিও প্রদান করেন
উল্লেখ্য, গত ১১ মে মো: কামাল উদ্দিন এপিবিএন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পরীক্ষার প্রশ্নপত্র দাগিয়ে দেয়ার নাম করে তার বাসায় ডেকে এনে সুকৌশলে অন্য একটি বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়এ ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্রীটির কাছ থেকে জিজ্ঞেস করে ঘটনার সত্যতা প্রমাণিত হলে খাগড়াছড়ি পৌর মেয়র, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌরসভা সম্মেলন কক্ষে সেদিন সন্ধ্যায় এক সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়এ বৈঠকে সকলের সর্বসম্মতিক্রমে শ্লীলতাহানির চেষ্টায় দায়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে স্কুল থেকে চিরতরে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়কিন্তু দুই মাসের অধিক অতিবাহিত হলেও তাকে বহিষ্কার না করায় এলাকাবাসী এ মানববন্ধন করে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More