খাগড়াছড়িতে টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৯

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের কমপক্ষে ৯জন আহত হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনার ফলে জেলা পরিষদ এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।

পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান চাইথোঅং মারমা  ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপি ঠিকাদারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং  পরবর্তীতে তারা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডার ড্রপিং নিয়ে সকাল থেকে বিভিন্ন দলের ঠিকাদাররা পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে জমায়েত হয়। ড্রপিং এর সময় বিএনপি সমীরণ ও ওয়াদুদ গ্রুপের  ঠিকাদারদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় আহতরা হলেন, শিমুল (৩৮), সোলেমান (৩২)  ও হালিম (৩৬) মোঃ মামুন ভূইয়া (২৫), সেলিম খান (২৪), মোঃ হেলাল (২২), ইব্রাহিম (২০), সাগর (১৯) সিজন চাকমা (২১)। মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় মোঃ ইলিয়াছ (২৪)। পরে সকল ঠিকাদার একমত হয়ে বিষয়টি মীমাংসা করেন।

এদিকে ঠিকাদারদের মধ্যে ড্রপিং স্থলে বাকবিতন্ডার পর সংঘর্ষ চলাকালে পুলিশ প্রশাসনের এ.এসপি জয়নাল আবেদীন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান অতিরিক্তি পুলিশ নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি নন্দিত চাকমা জানান, ঠিকাদারদের মাঝে ড্রপিং নিয়ে কথাকাটা হয়েছে। অপর দিকে, যুবদলের কেন্দ্রীয় সদস্য বাতায়ন দেওয়ান অভিযোগ করেন খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি নন্দিত চাকমার নেতৃত্বে সমিরন গ্রুপের নেতা কর্মীদের ওপর হামলা করেছে ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More