খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ও নান্যাচরে এক পাহাড়ি কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা ও প্রতিবাদ

0

সিএইচটিনিউজ.কম
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা আজ ৩ অক্টোবর শুক্রবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের রান্যাবাড়ি গ্রামে গতকাল বৃহস্পতিবার (২অক্টোবর ২০১৪) সকালে সেটলার বাঙালি কর্তৃক ২য় শ্রেণীতে পড়য়া এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ও একইদিন রাঙামাটির নান্যাচর উপজেলার নানাপ্রুম গ্রামে এক পাহাড়ি কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Bibrityবিবৃতিতে নেতৃদ্বয় পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীরা কোথাও আজ নিরাপদ নয়। ঘরে, বাইরে, রাস্তা-ঘাটে নারীরা প্রতিনিয়ত ধর্ষণ, খুন ও নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিটি ক্ষণ নারীদেরকে আশঙ্কার মধ্যে অতিবাহিত করতে হচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এ পর্যন্ত যেসব নারী নির্যাতন, খুন, ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনটাই আজ পর্যন্ত সঠিক বিচার করা হয়নি। এমনকি ধর্ষণের মেডিকেল রিপোর্ট পর্যন্ত সঠিকভাবে দেয়া হয়নি। ফলে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে। ধর্ষণকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করায় এ ধরনের ঘটনা বার বার ঘটছে বলে বিবৃতিতে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে তারা রান্যাবাড়ি গ্রামে পাহাড়ি কিশোরীকে ধর্ষণ ও নান্যাচরে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলাধীন ভাইবোন ছড়া ইউনিয়নের রান্যাবাড়ি গ্রামে ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ি এলাকার এক সেটলার মোটর সাইকেল চালক কর্তৃক ২য় শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি কিশোরী(১২) নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়। একই দিন বিকাল ৫ টার দিকে রাঙামাটির নান্যাচর উপজেলার নানাপ্রুম গ্রামে বগাছড়ি এলাকার এক সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি কিশোরীর(১৪) শ্লীলতাহানির ঘটনা ঘটে।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেনাকি চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
———–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More