খাগড়াছড়িতে পিসিপি’র সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে, আলুটিলায় সেনাবাহিনীর গুলিবর্ষণ

0

roadblocked2খাগড়াছড়ি প্রতিনিধি।।  বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

গতকাল বুধবার জেলা সদরের স্বনির্ভরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় সহসভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে ও সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে সংগঠনটি এই সড়ক অবরোধ পালন করছে।

সকাল ৬টা থেকে এ অবরোধ পালন শুরু হয়। কয়েকটি স্থানে রাস্তায় টায়ার জ্বালানো হয়।

অবরোধ চলাকালে সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সেগুন বাগান এলাকায় পিকেটারদের লক্ষ্য করে সেনাবাহিনী ৪ রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পিকেটাররা সবাই নিরাপদে সরে যেতে পেরেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।14962477_552051764996271_1878548686_n

এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ধরনের আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, বিপুল চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসীর ডাকে পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

অবরোধ ও হরতালের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
—————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More