খাগড়াছড়িতে ভালোই জমেছে হুয়াঙ বোইও-বা’র বইমেলা

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Photo061খাগড়াছড়িতে হুয়াঙ বোইও-বা(অগ্রসর চিন্তার কেন্দ্র)-এর উদ্যোগে চলছে ৮দিন ব্যাপী ১২তম বইমেলা। ছোট্ট পরিসরে এই মেলার আয়োজন করা হলেও জমেছে ভালোই। প্রতিদিন বিকালে বইপ্রেমি ও শিশ-কিশোররা ভিড় জমায় বইমেলা প্রাঙ্গনে। বই বিক্রিও হচ্ছে ভালো।

গত ২৮ ফেব্রুয়ারী এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা। আগামী ৭ মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা।

হুয়াঙ বোইও-বা’র পাশাপাশি পাইওনিয়ার ক্লাব, ইয়ং স্টার ক্লাব, আর্ট গ্যালারি সহ ৭টি স্টল নিয়েই বইমেলার পরিসর। এসব স্টলে রাজনীতি, শিশু-কিশোরদের উপযোগী বই, ইতিহাস, সাহিত্য, পার্বত্য চট্টগ্রামের সমাজ-সংস্কৃতি বিষয়ক বই, সাময়িকী সহ বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।

বইমেলায় আগত ক্রেতা-দর্শকদের চিত্ত বিনোদনের জন্য মেলা মঞ্চে প্রতিদিন পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিল্ম শো। এছাড়া চলছে ব্লাড গ্রপিং পরীক্ষার কার্যক্রমও।

ছোট্ট পরিসরে হলেও এ বইমেলার মাধ্যমে নতুর প্রজন্ম ও পাঠকদের মধ্যে কিছুটা হলেও বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে- এমনটাই মনে করছেন বইমেলার আয়োজক ও সংশ্লিষ্টরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More