খাগড়াছড়িতে রূপক চাকমার ১৪তম শহীদ বার্ষিকী পালিত

0

সিএইচটি নিউজ ডটকম

পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদ রূপক চাকমার পরিবারবর্গ
পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদ রূপক চাকমার পরিবারবর্গ

খাগড়াছড়ি: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পিসিপি’র সাবেক সভাপতি রূপক চাকমার ১৪তম শহীদ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার সঞ্চালনায় সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় খাগড়াছড়ি সদরের নারাঙহিয়ার রেড স্কোয়ারে শহীদ রূপক চাকমার আবক্ষমুর্তির পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে ইউপিডিএফ-এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা ও খাগড়াছড়ির জেলা সংগঠক রিকো চাকমা। এছাড়া শহীদ পরিবারের পক্ষ থেকে রূপক চাকমার পিতা বিমলেন্দু চাকমা ও মা রঙ্গিলা চাকমা, পিসিপি-ডিওয়াইএফ-এইচডব্লিএফ-এর জেলা নেতৃবৃন্দ, ইউপিডিএফের শহীদ কর্মি পরিবারবর্গের পক্ষে মিনতি চাকমা এবং ‘রূপক চাঙমা ইধোদি হ’লা’ (রূপক চাকমা স্মৃতি ট্রাষ্ট)-এর পক্ষ থেকে চবি’র ছাত্র দীপংকর দেওয়ান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রূপক চাকমার স্মরণে দাঁড়িয়ে ২মিনিট নিরবতা পালন করা হয়।

শহীদ রূপক চাকমার স্মরণে হাজার বাতি প্রজ্জ্বলন করা হচ্ছে
শহীদ রূপক চাকমার স্মরণে হাজার বাতি প্রজ্জ্বলন করা হচ্ছে

এরপর সংক্ষিপ্ত স্মরণসভায় ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা বলেন, রূপক চাকমার হত্যার বিচার একদিন হবেই। দোষীদেরকে অবশ্যই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শহীদের রক্তের বিনিময়ে নিপীড়িত জাতিসমূহের অধিকার অবশ্যই অর্জিত হবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি রূপক চাকমাসহ পার্বত্য চট্টগ্রামে সকল শহীদ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শহীদ রূপক চাকমার স্মরণে সন্ধ্যা ৭টায় রেড আবক্ষমূর্তির পাদদেশে হাজার বাতি প্রজ্জ্বলন করা হয়।

উল্লেখ্য, রূপক চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব ছাড়ার পর ইউপিডিএফের সাথে যুক্ত হন। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ইউপিডিএফ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর তিনি পানছড়ির মধুমঙ্গল পাড়ায় জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More