খাগড়াছড়িতে শহীদ অমর বিকাশ চাকমার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়িতে শহীদ অমর বিকাশ চাকমার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছেএ উপলক্ষ্যে আজ ৭ মার্চ বুধবার সকাল ৭টায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা সদরের খবঙপুজ্যাস্থ শহীদ অমর বিকাশ চাকমার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়এ সময় শহীদ অমর বিকাশ স্মরণে এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়এতে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেষ চাকমা বক্তব্য রাখেন

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে যুগ যুগ ধরে সেনাবাহিনী নানা ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে১৯৯৫ সালে মুখোশ বাহিনী সৃষ্টির মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিলকিন্তু জনগণের ব্যাপক প্রতিবাদ ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত সেনাবাহিনী মুখোশ বাহিনীকে ভেঙে দিতে বাধ্য হয়েছিল

বক্তারা আরো বলেন, বর্তমানে মুখোশ বাহিনীর অস্তিত্ব না থাকলেও সেনাবাহিনীর ষড়যন্ত্র থেমে নেইপার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সেনাবাহিনী নানা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছেখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে মুখোশ বাহিনীর আদলে বোরকা বাহিনী সৃষ্টি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে এবং গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করছে

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদ অমর বিকাশ চাকমার রক্ত কিছুতেই বৃথা যাবে নাশহীদের রক্তের বীজ থেকে যে আন্দোলনের জন্ম হয়েছে সেই আন্দোলনকে কিছুতেই দমিয়ে রাখা যাবে না

উল্লেখ্য, সেনাবাহিনীর সৃষ্ট মুখোশ বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে ১৯৯৬ সালের ৭ মার্চ খবঙপুজ্যায় পুলিশের গুলিতে অমর বিকাশ চাকমা শহীদ হনতিনি তৎসময়ে পাহাড়ি ছাত্র পরিষদের একজন সক্রিয় কর্মী ছিলেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More