খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে

0

সিএইচটিনিউজ.কম

 খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কোথাও তেমন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন কেন্দ্র থেকে বেসরকারীভাবে ভোটের ফলাফল আসতে শুরু করেছে।

নির্বাচন চলাকালে প্রশাসন খাগড়াছড়ি জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। পরে ভোটগ্রহণ শেষে নেটওয়ার্ক খুলে দেওয়া হয়। এতে করে ভোট কারচুপি হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।

খাগড়াছড়িতে মোট ১৮১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে। এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি না হলেও মোটামুটি সন্তোষজনক বলা যায়।

এবারের নির্বাচনে খাগড়াছড়ি আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, হাতি প্রতীক নিয়ে ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও বই প্রতীক নিয়ে জনসংহতি সমিতি(এমএন লারমা)-এর মৃণাল কান্তি ত্রিপুরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More