খাগড়াছড়ির কমলছড়িতে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ

0

সিএইচটিনিউজ.কম
Arrest-1খাগড়াছড়ি: খাগড়াছড়ির কমলছড়িতে গত ১৩ মার্চ ডাব্বো(জুয়া) খেলাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- চিত্ত বিকাশ চাকমা (৪৫) পিতা- তারা মোহন চাকমা, গ্রাম-খালপাড়, কমলছড়ি এবং সজীব তালুকদার(৩০) পিতা- কিত্ত কিশোর চাকমা, গ্রাম- বেতছড়ি মুখ পাড়া।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিত্ত বিকাশ চাকমা খাগড়াছড়ি বাজারে আসছিলেন। এ সময় খাগড়াছড়ি সদর থানা পুলিশ তাকে আটক করে। এরপর কমলছড়ি দোকান থেকে সজীব তালুকদাকেও পুলিশ আটক করে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে পুলিশ ও সেনাবাহিনী কমলছড়ি এলাকায় রাতে-বিরাতে ঘরবাড়ি তল্লাশি ও লোকজনকে হয়রানি করছে। গ্রেফতারের ভয়ে এলাকার লোকজন বর্তমানে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ কমলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছরপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় জুয়ারিরা থানা পুলিশকে ঘুষ দিয়ে ডাব্বো খেলা বসায়। কিন্তু ডিবি পুলিশকে ঘুষ না দেওয়ায় রাতে ডিবি পুলিশের একটি দল জুয়ারীদের বাধা দিতে গেলে সংঘর্ষ হয়। এতে পুলিশের ৩ কর্মকর্তা সহ ১১ জন আহত হয়।

এ ঘটনায় পুলিশ ১০ জনের নাম উল্লেখ করে ১৬০ জনকে অজ্ঞাত দেখিয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকেই কমলছড়িতে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।
———————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More