খাগড়াছড়ির পূর্ব গামারীঢালায় সেটলার কর্তৃক পাহাড়ি জমি বেদখল প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি সদর উপজেলার ২নং কমলছড়ি ইউপির পূর্ব গামারীঢালায় জামশেদ আলীর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সেটলার আজ ২২ এপ্রিল হঠাত্‍ দীনবন্ধু দেওয়ানের ৫ একর জমির উপর ঘর তুলতে চেষ্টা করেএ সময় জমির মালিক ও পার্শ্ববর্তী পাহাড়িরা প্রতিরোধের চেষ্টা করে এবং স্থানীয় সেনা ক্যাম্প ও পুলিশের কাছে ভূমি জবরদখল বিষয়ে অবহিত করে অবিলম্বে ভূমি জবরদখল বন্ধ করতে বলেপরে প্রশাসনের হস্তক্ষেপে সেটলাররা ঘর তোলা বন্ধ করতে বাধ্য হয়

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা আজ এক বিবৃতিতে সেটলারদের দ্বারা ভূমি জবরদখলের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন

বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন বিগত ২০০৬ থেকে উক্ত এলাকায় সেটলাররা সেনা সহায়তায় পাহাড়িদের শত শত একর জায়গা জবরদখল করে রেখেছে শুধুমাত্র এক জনের জায়গা বাঁচিয়ে সরকার ও প্রশাসন নিজেদের লোকদেখানো নিরপেক্ষতা জাহির করতে পারবে না তিনি অবিলম্বে পূর্ব গামারীঢালা সহ পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের জবরদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More