খাগড়াছড়ির ৬ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

0

খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

imagesআগামী ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ১ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৬ উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল খালেদের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই সময় খাগড়াছড়ি সদর, মাটিরাংগা, মানিকছড়ি, রামগড়, মহালছড়ি, পানছড়ি টিএনও ও প্রার্থীর সমর্থকরা উপস্থিত ছিলেন। ১৯ জানুয়ারী ৬টি উপজেলা একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন হবে।

সদর উপজেলায় দলীয়ভাবে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো: শানে আলম (আনরস), বিএনপি‘র সহ-সভাপতি কংচাইরী মারমা মাষ্টার(দোয়াত কলম),  চঞ্চুমনি চাকমা(মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী এসএম রেজাউল করিম হেলাল(ঘোড়া) প্রতীক পেয়েছেন।

পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মোঃ শাহাব উদ্দিন সরকার(উড়োজাহাজ), জাতীয় পাটি’র মনোনীত প্রার্থী নিরাপদ তালূকদার(চশমা), বিএনপি’র তরুন আলো দেওয়ান(বই), কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা(টিউবওয়েল), জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিংহ বিজয় চাকমা(টিয়া পাখি) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বাশরী মারমা(ফুটবল), আরনা চাকমা(কলম), বিউটি রানী ত্রিপুরা(পদ্ম ফুল) প্রতীক পেয়েছেন।

রামগড় আওয়ামীলীগের একেএম আলীম উল্লাহ(হেলিকপ্টার), বিএনপির সাধারন সম্পাদক  শহীদুল ইসলাম ফরহাদকে (ঘোড়া) দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করা হলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়তে হোসেন ভূইয়া(কাপ-পিরিচ)এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিপন(দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাইথোয়াই চৌধুরী (মোটর সাইকেল), উশ্যেপ্রু মারমা (টেলিফোন), কাজী মোহাম্মদ সেলিম(আনারস) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে মংসাপ্রু কার্বারী(বই), মোঃ আনোয়ারুল আজিম চৌধুরী(চশমা), মোঃ আব্দুল কাদের(টিয়া পাখি) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আকলিমা সুলতানা(হাস), খাদিজা আক্তার(কলম), ঝর্না ত্রিপুরা(প্রজাপতি),নাজমা কেগম(ফুটবল) প্রতীক পেয়েছেন।

পানছড়িতে সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমাকে (ঘোড়া), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিমি চাকমা(আনারস), বিএনপি’র অনিমেষ চাকমা(মোটর সাইকেল) ও  বর্তমান উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা(কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে নন্দ দুলাল চাকমা(মাইক), মতিলাল চাকমা(তালা), ভুমিধর রোয়াজা(টিউবওয়েল), রুমেল মারমা(টিয়া পাখি), লোকমান হোসেন(চশমা), সিন্ধু কুমার চাকমা(বই) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অপরাজিতা খীসা(পদ্ম ফুল), ছকিনা বেগম(কলম), মনোয়ারা বেগম(ফুটবল), রত্না তঞ্চঙ্গ্যা(হাঁস), রৌশনারা বেগম(প্রজাপতি), শুভ্রা দেওয়ান(তীর-ধনুক) প্রতীক পেয়েছেন।

মাটিরাঙ্গায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুল হক(মোটর সাইকেল), বিএনপি’র উপজেলায় সাধারন সম্পাদক তাজুল ইসলাম(আনারস), আবুল কাশেম(দোয়াত কলম), পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জামাতের আমির প্রকৌঃ মোঃ আলকাছ মিয়া মামুন(কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে আয়োমীলীগের মোঃ রফিকুল ইসলাম(মাইক), বিএনপি’র মোঃ দেলোওয়ার হোসেন(চশমা), আমান উদ্দিন(টিয়া পাখি), হেমেন্দ্র ত্রিপুরা(টিউবওয়েল) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের হাছিনা বেগম(কলম), বিএনপি’র মোসাঃ মনোয়ারা বেগম(হাস), আওয়ামীলীগের বিদ্রোহী হোসনেরা বেগম(পদ্ম ফুল) প্রতীক পেয়েছেন।

মানিকছড়ি আওয়ামীলীগের ম্রাগ্য মারমা(আনারস), বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক এনাম(দোয়াত কলম), বিএনপি’র বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম রবিউল ফারুক(মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে বিএনপি’র এম জাকির হুসাইন সিরাজ(তালা), মোঃ জামাল উদ্দিন(উড়োজাহাজ), মোঃ তাজুল ইসলাম বাবুল(টিউবওয়েল) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের শাহিনা আক্তার(কলস), ফেরদোস বেগম(পদ্ম ফুল), রাহেলা আক্তার(ফুটবল) প্রতীক পেয়েছেন।

মহালছড়ি উপজেলায় আওয়ামীলীগের অধ্যাপক নীলোৎপল খীসা(মোটর সাইকেল), আওয়ামীলীগের বিদ্রোহী ক্যজাই মারমা(আনারস), বর্তমান উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা(দোয়াত কলম), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এনএনলারমা) বিমল কান্তি চাকমা(কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন। মহালছড়িতে চেয়ারম্যান পদে বিএনপি’র কোন প্রার্থী নেই। পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে বিএনপি’র মোঃ আব্দুল আজিজ(তালা), বিশ্বজিৎ চাকমা(চশমা), পিসিজেএসএস এমএনলারমা সমর্থিত থুইহ্লাঅং মারমা(টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী ক্যাচিংমিং চৌধুরী(উড়োজাহাজ) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কাকলী খীসা(প্রজাপতি), বিএনপি’র মোছাঃ হাছিনা বেগম(কলম), জাহানারা বেগম(সেলাই মেশিন), ভৌমিকা ত্রিপুরা(ফুটবল), সুইনুচিং চৌধুরী(পদ্ম ফুল), স্বপ্না চাকমা(হাস) প্রতীক পেয়েছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More