খাগড়াছড়ির ৬ উপজেলায় ভোটগ্রহণ কাল

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Upazila electionচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় কাল ১৯ ফেব্রুয়ারী বুধবার খাগড়াছড়ি জেলার ৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এসব উপজেলায় মোট ১৪৫টি ভোট কেন্দ্রে ৯০৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২৮টি কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খাগড়াছড়ির ৬ উপজেলায় মোট ৭৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

৬ উপজেলায় মোট ১ লাখ ৫৫ হাজার ৪শ’ ৭৯ জন পুরুষ এবং ১ লাখ ৪৪ হাজার ৬শ’ ৫৯ জন নারী ভোটর সহ মোট ৩ লাখ ১শ’ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রতিনিধি বাছাই করবেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More