খাগড়াছড়ি জেলা ওয়েবসাইটে আট উপজেলায় এখনো পুরোনো চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানরাই বহাল!

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Kchariচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে ৫ম দফা ভোটগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানরা শপথ নেয়ার পর দায়িত্ব গ্রহণ করে নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু খাগড়াছড়ি জেলা প্রশাসনের (জেলা তথ্য বাতায়ন) ওয়েব সাইটে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ বিভাগে  (লিঙ্ক: http://www.khagrachhari.gov.bd/node/1153957) ক্লিক করে দেখা গেছে খাগড়াছড়ির ৮ উপজেলায় এখনো পুরোনো চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানরাই বহাল রয়েছেন। এখনো খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো: শানে আলম, ভাইস চেয়ারমান হিসেবে নিরাপদ তালুকদার ও বাশরী মারমার নাম লেখা রয়েছে।

একইভাবে জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি সহ অপর ৭টি উপজেলায়ও পুরোনো চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদের নাম লেখা রয়েছে। নতুন উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করলেও তাদের নাম এখনো ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়নি। আজ ৩ মে শনিবার সকাল ১০টা পর্যন্ত ওয়েবসাইটে কোন হালনাগাদ তথ্য পাওয়া যাযনি।

নতুন চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদের নাম কি কারণে ওয়েবসাইটে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি তা জানা যায়নি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More