গামারীঢালায় নতুন করে সেটলার কর্তৃক ভূমি বেদখলের অভিযোগ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি সদরের গামারীঢালা এলাকায় নতুন করে ভূমি বেদখল করা হচ্ছে বলে জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছেন মৃত. ডা: প্যারীমোহন চাকমার ওয়ারিশগণ।গতকাল ২৩ এপ্রিল, শনিবার সকালে খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ আইন শৃংখলা সভা চলাকালে ওয়ারিশগণের পক্ষে পবন কিশোর চাকমা ও বাগীশ চাকমা স্বাক্ষরিত একআবেদনপত্রে তারা এ অভিযোগ দাখিল করেন

উক্ত পত্রে তারা বলেন, ২৫৬ নং গামারীঢালা মৌজাধীন আমাদের পিতার নামে(মৃত.প্যারী মোহন চাকমা) হোল্ডিং নং R/১৪ , খতিয়ান নংR/১৬, দাগ ৫১৫/১২১৫ মূলে ৬.৮০ একর এবং হোল্ডিং ২৬ মূলে ৩.০০ একর রেকর্ডকৃত জায়গা রয়েছে উক্ত রেকর্ডকৃত জায়গায় আমাদের সৃজিত ফল বাগান রয়েছে বর্তমানে গামারীঢালা গুচ্ছগ্রামের মো: ফজর আলী, রুস্তম আলীউক্ত জায়গায় বাগান ও পাহাড়ে হলুদ চাষের উদ্যোগ নিচ্ছে উক্ত পত্রে তারা বেদখলকারী ব্যক্তিগণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের জায়গা ফেরত প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান

জেলা প্রশাসকের বরাবরে দেয়া উক্ত পত্রে তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান সার্বিক পরিস্থিতিতে আমরা উক্ত জায়গা দখলে রেখে পরিচর্যার উদ্যোগ নিতে গেলে আইন শৃংখলা পরিস্থিতি বিঘ্নিত ও সামপ্রদায়িক হাঙ্গামা সংঘটিত হওয়ার আশঙ্কায় কোন ধরনের সক্রিয় ভূমিকা রাখতে পারছি না। এ ব্যাপারে প্রশাসনের উদ্যোগী ভুমিকা ছাড়া কোন গত্যন্তর নেই বলে তারা আবেদনপত্রে উল্লেখ করেন

উক্ত আবদেন পত্রটি তারা সভায় আগত স্থানীয় এমপি যতীন্দ্রলাল ত্রিপুরা, সাংবাদিক এবং জনপ্রতিনিধিকের কাছেও বিলি করেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More