গুইমারায় সেটলার বাঙালিদের রাস্তা অবরোধ, এলাকায় আতঙ্ক

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
 
গুইমারা:  গুইমারা থানা আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে (৫৫) অপহরণের অভিযোগ তুলে সেটলার বাঙালিরা গুইমারা বাজারে রাস্তায় গাছ ফেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা সড়ক অবরোধ করেছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা ) পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা গেছে। ফলে এলাকার পাহাড়িদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ।এদিকে হঠাৎ অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় অনেকে চরম বিপাকে পড়েছে। মাঝপথে অনেক গাড়ি আটকা পড়ে রয়েছে বলে জানা গেছে। শত শত যযাত্রী মাঝপথে আটকা পড়েছেন।  জানা যায়, গতকাল ১৬ জুন রবিবার বিকেল থেকে জাহাঙ্গীর আলম নিঁখোজ রয়েছেন। তাকে বাইল্যাছড়ি-বুধুমপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়েছে বলে সেটলাররা অভিযোগ করেছেন।

গুইমারা থানা আওয়ামী লীগের সভাপতি ছেলে ও স্থানীয় সাংবাদিক মো. হানিফ তার বাবা রোববার বিকেল থেকে নিখোঁজ থাকার কথা স্বীকার করলেও অপহৃত হয়েছেন কি না তা নিশ্চিত করেননি ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহাম্মদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানান।

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More