গুইমারায় দু’টি গ্রামে ঘরে ঘরে সেনা তল্লাশি!

0

Guimaraগুইমারা : খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈমাতাই ১নং রাবার বাগান প্রকল্প ও জয় কুমার মেম্বার পাড়ায় সন্ত্রাসী খোঁজার নামে ১২ টি পাহাড়ি বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, শনিবার ভোররাত আনুমানিক ৩ টার দিকে মাটিরাঙ্গা জোন থেকে ৫টি পিকআপে করে প্রায় ৭৫ জনের মত সেনা সদস্য গিয়ে এই তল্লাশি অভিযান চালায়।

তৈমাতাই ১নং রাবার বাগান প্রকল্প গ্রামে যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- কানোরাম ত্রিপুরা (৩৫) পিতা- বদ্র সেন ত্রিপুরা, আপ্রুসি মারমা (৩৫), পিতা- আটাং মারমা, চন্দ্র কেতু ত্রিপুরা (৪৫), পিতা- সুরেন্দ্র ত্রিপুরা, মংসা মারমা (৪৫), পিতা- মংতু মারমা, কৃষ্ণ ত্রিপুরা (৫৫), পিতা- মৃত: কর্মচান ত্রিপুরা, জুলা ত্রিপুরা (৩০), পিতা- হিরেন্দ্র ত্রিপুরা, হিরেন্দ্র ত্রিপুরা (৬০), পিতা- মৃত: যতন ত্রিপুরা, বসোন কুমার ত্রিপুরা (৫০), পিতা- পদ্ম চরন ত্রিপুরা, সুরেশ বরণ ত্রিপুরা (৫৫) কার্বারী, পিতা- মৃত: নন্দ কুমার ত্রিপুরা ও কলইগারা ত্রিপুরা (৩২), পিতা- দেবেন্দ্র ত্রিপুরা।

জয় কুমার মেম্বার পাড়ায় যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- গুইমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার দিগেন্দ্র ত্রিপুরা(৫৪), পিতা- ফটি কুমার ত্রিপুরা, বিজয় ত্রিপুরা (৫০), পিতা- নন্দ কুমার ত্রিপুরা ও অরুণ ধামাই (৫০), পিতা- মৃত: জয় কুমার ত্রিপুরা।

এসব বাড়িতে সেনা সদস্যরা বার বার তল্লাশি চালায় ও বাড়ির জিনিসপত্র সম্পুর্ণ তছনছ করে দেয়। ভোর প্রায় ৫টা পর্যন্ত সেনারা তল্লাশি চালায় বলে এলাকাবাসী জানিয়েছেন।

কলইগারা ত্রিপুরা অভিযোগ করে বলেন, তল্লাশির সময় সেনারা তাঁর বাড়ি থেকে বালিশের নিচে থাকা ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা লুট করে নিয়ে গেছে। সেনাবাহিনীর এ ধরনের তল্লাশির কারণে এলাকার জনগণ আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।
——————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More