রমেল হত্যাকারী সেনা কর্মকর্তাদের শাস্তির দাবিতে

গুইমারা ও রাগমড় উপজেলায় গণ-মানববন্ধন অনুষ্ঠিত

0

রামগড় ও গুইমারা: অবিলম্বে অন্যায় ধরপাকড়, নির্যাতন সহ রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ কর! সেনা হেফাজতে রমেল চাকমার মৃত্যুর জন্য দায়ী নান্যাচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ বাহালুল আলম ও মেজর তানভীরের শাস্তি, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও রমেল চাকমার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন প্রদানের দাবিতে আজ ৮ মে ২০১৭ (সোমবার) রামগড় ও গুইমারা উপজেলায় শত শত নারী পুরুষের স্বতঃষ্ফুর্ত অংশগ্রহণে একযোগে  গণ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
18360769_294255611028090_1001138095_n
রামগড়: সকাল ৯টায় উপজেলা সদরের প্রধান সড়কে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচী পালন করতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। এসময় মানববন্ধনে উপস্থিত সাধারণ লোকজনের সাথে পুলিশ কর্মকর্তাদের উত্তপ্ত বাকবিতন্ডা হয় এবং পুলিশ প্রধান সড়কে প্রোগ্রাম করতে না দিলে রামগড় উপজেলা রোড সংলগ্ন কালিবাড়ির সামনে সরিয়ে নিয়ে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়|
18386528_294255327694785_193396078_n
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) রামগড় উপজেলা শাখার সভাপতি বাবু মারমা ও পাহাড়ি ছাএ পরিষদ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ ত্রিপুরা।
18360919_294255341028117_1357904321_n
গুইমারা:  গুইমারা সদর ইউনিয়নের বাইল্যাছড়ি তৈমাতাই ব্রিজের সামনে, সিন্দুকছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকা ও হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় একযোগে আয়োজিত অনুষ্ঠিত হয়েছে।

‍গুইমারা সদর ইউনিয়নে বক্তব্য রাখেন বাইল্যাছড়ি এলাকাবাসীর পক্ষে লাউচিং মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি  সভাপতি নেপাল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক রেহেনা চাকমা।
18268447_1878015475802552_1594381947526991604_n
সিন্দুকছড়ি তৈকর্মা এলকায় বক্তব্য রাখেন পিসিপি গুইমারা উপজেলা শাখার দপ্তর সম্পাদক সৌরভ ত্রিপুরা, সদস্য সুব্র ত্রিপুরা ও সিন্দুকছড়ি ইউনিয়ন শাখার সদস্য দ্বিপনজয় ত্রিপুরা।

হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় বক্তব্য রাখেন ইউপিডিএফ -এর স্থানীয় সংগঠক জিতেন ত্রিপুরা।
18361416_1929217044026665_2130802372_n (1)
মানববন্ধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সেনাবাহিনী ছাত্রনেতা রমেল চাকমাকে পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। রমেল হত্যান্ডের নেতৃত্বদানকারী নান্যাচর জোন কমান্ডার লেঃ কর্নেল বাহালুল আলম ও মেজর তানভীরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া পার্বত্য চট্টগ্রামে জারিকৃত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অগণতান্ত্রিক দমনমূলক ‘১১ নিদেশনা’ তুলে নেয়ার দাবি জানান।

বক্তরা রামগড় উপজেলায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানে প্রসাশনের অযৌক্তিক বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও নিন্দা জানান।
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More