চট্টগ্রামে অপহৃত ডিওয়াইএফ নেতা লেনিন চাকমার খোঁজ মেলেনি

0

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

109-Lenin Chakmaঅপহরণের এক সপ্তাহ পরও গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য লেনিন চাকমার খোঁজ মেলেনি। গত ২৩ এপ্রিল সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে চট্টগ্রামের দেওয়ান হাটের রঙ্গিপাড়া থেকে অপহরণ করে।

এ ব্যাপারে লেনিন চাকমার স্ত্রী স্বপ্না চাকমা গত ২৭ এপ্রিল ডবল মুরিং থানায় সন্তু গ্রুপের জুনান, অজয়, তাপস, বিকাশ ও সুমনসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। (মামলা নং ৩৮/১৭৪) এর পর পুলিশ লেনিনকে উদ্ধারের জন্য চট্টগ্রামের বান্ডেল রোডস্থ পাহাড়ি ছাত্রাবাসসহ বিভিন্ন জায়গায় হানা দেয়। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

এদিকে, লেনিন চাকমার বাবা সুবাস বসু চাকমা ২৯ এপ্রিল রাঙামাটিতে সন্তু গ্রুপের নেতাদের সাথে দেখা করে তার ছেলেকে মুক্তি দেয়ার অনুরোধ করেন৷ সন্তু গ্রুপের প্রেস সেকশনের সজীব চাকমা তাকে জানান যে, তিনি বিষয়টি সন্তু লারমাকে জানাবেন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সন্তু গ্রুপ অপহরণের বিষয়টি জনসমক্ষে স্বীকার না করলেও, সন্তু গ্রুপের সজীব চাকমা চট্টগ্রামের এক সরকারী পাহাড়ি চাকুরিজীবীকে বলেন, “মানুষটি (লেনিন) আর নেই।”

বর্তমানে চট্টগ্রাম থেকে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা পলাতক রয়েছে।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More