চট্টগ্রামে পার্বত্য তিন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: কল্পনা চাকমা অপহরণের সিআইডি তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান

0

চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
চট্টগ্রাম: পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন আজ ৪ জানুয়ারি শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে কল্পনা চাকমা অপহরণের সিআইডি তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে
মিছিলটি নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিঙ এলাকা থেকে শুরু হয়ে ডিসি হিল-নন্দন কানন পর্যন্ত এসে এক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কণিকা দেওয়ানসভায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব জুপিটার চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা, শ্রমিক নেতা অর্পণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এচিং মারমা
নেতৃবৃন্দ সমাবেশে বলেন কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১২ জুন দিবাগত রাতে সেনা অফিসার লেঃ ফেরদৌস ও তার সহযোগীরা অপহরণ করেছে তা দিবালোকের মতই পরিষ্কারকিন্তু বাংলাদেশের শাসকগোষ্ঠী মরিয়া হয়ে কল্পনা অপহরণকারী লেঃ ফেরদৌসকে রার যে ষড়যন্ত্র শুরু করেছে তার মাধ্যমে এই শাসকগোষ্ঠী পাঞ্জাবী শাসকগোষ্ঠীর মতোই চরম উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদী আচরণ করছেশাসকগোষ্ঠীর এই আচরণই প্রমাণ করে দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের উপর যুগ যুগ ধরে চলা নিপীড়ন নির্যাতনের কোনোই প্রতিকার বা প্রতিরোধে সরকার আন্তরিক নয়
উল্লেখ্য, গত বছর ২৬ সেপ্টেম্বর সিআইডির মোঃ শহীদুল্লাহ কল্পনা চাকমার অপহরণ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেনরিপোর্টে তিনি বলেন, “আমার তদন্তকালে উপযুক্ত সাক্ষ্য ও প্রমাণের অভাবে কল্পনা চাকমাকে উদ্ধার করা সম্ভব হয় নাইএমনকি তাহার সঠিক অবস্থানও নির্ণয় করা সম্ভব হয় নাইভিকটিম কল্পনা চাকমাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হইয়াছেএই লক্ষে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ ছাড়াও বাদী পরে এবং এলাকার লোকজনের সহায়তা কামনা করা হইয়াছেএত চেষ্টা চালাইয়াও তাহার সঠিক অবস্থান সম্বন্ধে কোন সংবাদ পাওয়া যায় নাইমামলাটি দীর্ঘ প্রায় ১৬ বৎসর ধরিয়া তদন্ত কার্যক্রম চালাইয়াছিকিন্তু কল্পনা চাকমাকে উদ্ধারের মত কোন ফলপ্রসূ লক্ষণ দেখা যাইতেছে নাঅদূর ভবিষ্যতেও যে উদ্ধার হইবে – তাহার কোন লণ দেখা যাইতেছে নাতাই মামলাটির তদন্ত দীর্ঘায়িত না রাখিয়া চূড়ান্ত রিপোর্ট সত্য নং – ০৯ তারিখ ২৬/০৯/২০১২ ইং ধারা ৩৬৪ দঃ বিঃ দাখিল করিলাম।”
এর আগে ২০১০ সালের ২১ মে বাঘাইছড়ি থানার  তৎকালীন এস আই ফারুক আহম্মদ চূড়ান্ত রিপোর্ট দাখিল করেনরিপোর্টে তিনি অপহরণকারীদের সনাক্ত করতে ও কল্পনা চাকমার অবস্থান সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ হনমামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা এই রিপোর্টের বিরুদ্ধে নারাজী আবেদন জানালে আদালত সিআইডি দ্বারা তদন্ত করানোর নির্দেশ দিয়েছিল।#
………

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More