চট্টগ্রামে সন্তুগ্রুপকে জনগণের প্রতিরোধ

0

সিএইচটিনিউজ.কম
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের সাগরিকা এলাকায় বসবাসরত জুম্মরা গতকাল রাতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের হামলা প্রতিরোধ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সন্ত্রাসী সুভাষ তঞ্চঙ্গ্যা ওরফে দীপংকর, আপন চাকমা ওরফে ভূবন  ও বীরু চাকমা সাগরিকা আদিবাসী একতা কল্যান কমিটির সভাপতি জুনেত চাকমাকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়।

কথাবর্তার এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে দুর্গাপাড়ায় একটি গলির ভেতরে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টা চালায়। এ সময় জুনেত চাকমা চিৎকার দিলে স্থানীয় পাহাড়ি ও বাঙালিরা তাদের ধারে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উল্লেখ্য, সন্তু গ্রপের সন্ত্রাসীরা গত কয়েকদিন ধরে সাগরিকা আদিবাসী কল্যান একতা কমিটির নেতৃবৃন্দকে হুমকী দিয়ে আসছিল। কমিটির কার্যক্রম বন্ধ না করলে তাদেরকে অপহরণ ও মেরে ফেলা হবে বলে ভয় দেখায়। এ ব্যাপারে গত কয়েকদিন আগে থানায় ওসিকে জানানো হয়।

সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
—————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More