চট্টগ্রামে সন্তু লারমার সন্ত্রাসীদের সন্ত্রাস-অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে

0

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামের ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী লড়াকু সংগঠনপাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রামশাখাসমূহের নেতৃবৃন্দ আজসোমবার এক যৌথ বিবৃতিতে বলেছেন সাম্প্রতিককালেচট্টগ্রামে জেএসএস নামধারী সন্তু লারমার সন্ত্রাসীদেরসন্ত্রাস-নির্যাতন-অত্যাচার সীমা অতিক্রম করছে। বিবৃতিতে তারা  অতিরিক্ত সীমা লংঘন করলে জনগণকে ঐক্যবদ্ধ করে পিসিপি ও যুবফোরাম প্রতিরোধ গড়ে তুলবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন
বিবৃতি প্রদানকারীগণহলেন পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুকৃতি চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শিমন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জিকো মারমা ও বন্দর থানা শাখার সভাপতি শিবু চাকমা।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সন্তু লারমার পোষ্যরা গতকাল ১৪ অক্টোবর সকালেচবিতে পিসিপির এক সাধারণ সমর্থককে নির্মমভাবে মারধোর করেএছাড়া একইদিনে চট্টগ্রাম বন্দর এলাকায় ইউনিভার্সাল গার্মেন্টস ফ্যাক্টরীর একশ্রমিককে সিকু-জিদ-বকুল-সুমন সহ ৭/৮ জন সন্তু লারমার পোষ্যরা পথে আটকিয়েবেদমভাবে প্রহার করেগত মাসের ১৪-১৫ সেপ্টেম্বর সন্তু লারমার সন্ত্রাসীরা বন্দর এলাকায়বিভিন্ন এলাকায় গিয়ে কয়েকজন যুব ফোরাম কর্মীকে উপর্যুপরী হামলাচালায়২০১১ সালে তারা লেনিন চাকমা নামে একজন গার্মেন্টস শ্রকিককে গুমকরেপার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের প্রাণপ্রিয় পার্টি ইউপিডিএফ বারবারবৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ঐক্যের প্রস্তাব দিলেও সন্তু লারমার এইসন্ত্রসীরা সরাসরি সন্তু লারমার পৃষ্ঠপোষকতায় পার্বত্য চট্টগ্রামে একমাসের মধ্যে তিনতিনটি জোড়া খুন সংঘটিত করেছেচট্টগ্রামেও তারা ভাইয়ে ভাইয়ে সংঘাত ছড়িয়ে দিচ্ছে

নেতৃবৃন্দ অবিলম্বে এই ধরণের জাতি বিধ্বংসী কাজ বন্ধ করার জন্য সন্তুলারমা ও তার পোষ্যদের প্রতি আহ্বান জানানতা না হলে পিসিপি এবং যুবফোরাম জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুশিয়ারী উচ্চারণ করেননেতৃবৃন্দ চট্টগ্রামের বৃহৎ জনগণের কাছে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতীহানাহানি বন্ধে সহযোগিতা প্রদানের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
————

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More