চট্টগ্রাম বন্দরে সন্তু গ্রুপ ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচির পোস্টার ছিড়ে দিয়েছে

1
চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

DYF posterচট্টগ্রাম বন্দরে গণতান্ত্রিক যুব ফোরামের ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচির পোস্টার ছিড়ে দিয়েছে জেএসএস সন্তু গ্রুপের সদস্যরাগতকাল রাতে যুব ফোরামের কর্মীরা চট্টগ্রামবন্দর এলাকার নিউ মোড়িং, ব্যারিষ্টার কলেজ, মাইলের মাথা ইত্যাদি জায়গায় এসব পোস্টারলাগায়আজ ৮ জুন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সুমন চাকমা ও চিকো চাকমার নেতৃত্বেসন্তু গ্রুপের সদস্যরাস্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় লাগানো পোস্টারগুলো ছিড়েদেয়

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের এক তরফা শুনানী বাতিল ও প্রথাগত ভূমি অধিকারেরস্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম আগামী ১০ জুন খাগড়াছড়িতে ভূমি কমিশন অফিসঘেরাও কর্মসূচি ঘোষণা করেএ কর্মসূচি সফল করতে যুব ফোরাম উক্ত পোস্টার ছাপায়
গণতান্ত্রিক যুব ফোরাম বন্দর থানা শাখার নেতা বিজয় চাকমা পোস্টার ছিড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি সন্তু লারমাকে সরকার ও সেনাবাহিনীর দালাল আখ্যায়িত করেন এবং আন্দোলন বিরোধী তৎপরতা থেকে বিরত থাকার জন্য তাকে পরামর্শ দেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও ইউপিডিএফ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচীতে সন্তু গ্রুপের লোকজন বাধা দেয়। গত বছর ১২ জুলাই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হলে সন্তু গ্রুপ লক্ষ্মীছড়ি ও ঘাগড়ায় সশস্ত্রভাবে বাধা দেয়। এ সময় তাদের গুলিতে দুই জন অংশগ্রহণকারী গুরুতর আহত হন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More