চবিতে পিসিপি’র কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠক অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর বৈঠক আজ ১৯ অক্টোবর শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।  দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্য চিং মারমার পরিচালনায় কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্যগণ নিজ নিজ বিভাগের বক্তব্য উপস্থাপন করেনবৈঠক শেষে ২২ সেপ্টেম্বর রাঙামাটি হামলার তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যানসহ কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
সম্পাদক মন্ডলীর বৈঠকে পিসিপির কেন্দ্রীয় কমিটির আয়োজিত ১৭ সেপ্টেম্বর ২০১২ ঢাকায় শিক্ষা দিবসে অংশগ্রহনকারী কুমেন্টু চাকমাকে জেএসএস(সন্তু গ্রুপ) কর্তৃক অপহরণ-মুক্তিপণ আদায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব পাস করা হয়জেএসএস (সন্তু গ্রুপ)-এর জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানানো হয় এবং ছাত্র সমাজের পক্ষ থেকে তার উদ্দেশ্যে সতর্ক বাণী উচ্চারণ করা হয়
বৈঠক থেকে রামুতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সম্মিলিত বৌদ্ধ সমাজের ফানুস না উড়ানো, কঠিন চীবর দানোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জনের কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন এবং তা বাস্তবায়নের জন্য সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়
২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সহিংস হামলার পরিপ্রেক্ষিতে সরকারি তদন্ত রিপোর্টের সমালোচনা ও তা প্রত্যাখ্যান করা হয় এবং সুপরিকল্পিত হামলাকে গুজবের ভিত্তিতে সংঘটিত হয়েছে বলে চালিয়ে দেয়ার সরকারি প্রচেষ্টা পাহাড়ি জনগণের নিকট গ্রহণযোগ্য নয় বলে সম্পাদক মন্ডলীর বৈঠক থেকে জানিয়ে দেয়া হয়
বৈঠক থেকে রাঙামাটি সহিংস ঘটনায় জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব না করে সরকারের মুখপাত্র হয়ে দালালি-গণবিরোধী ভূমিকা পালনের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন এমপি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানকে নিন্দা জানানো হয়
সম্পাদক মন্ডলীল বৈঠক থেকে রাঙামাটি সহিংস ঘটনায় ইউপিডিএফকে জড়িয়ে ন্যাক্কারজনক বিবৃতি প্রদানের জন্য পঙ্কজ ভট্টাচার্যকে কঠোর সমালোচনা করা হয় এবং তাকে পাহাড়ি জনগণের মিত্র বেশধারী দুশমন হিসেবে আখ্যায়িত করে পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ তথা জনগণকে পঙ্কজ ভট্টাচার্য হতে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়
এছাড়া সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, কর্মীদের রাজনৈতিক মান উন্নীত করণসহ অনেক বিষয়ে সম্পাদক মন্ডলীর বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক উমেশ চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
———-

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More