লেখক প্রকাশকসহ সকল হত্যার বিচারের দাবিতে

চবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ

0

Exif_JPEG_420সিএইচটি নিউজ ডটকম
লেখক প্রকাশকসহ সকল হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিলটি চাকসু থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে সমাজবিজ্ঞান অুনষদ ঘুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে এক  সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চবি শাখার সাধারণ সম্পাদক মোঃ জুবাইর এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চবি শাখার আহ্বায়ক আরাফাত তারা, পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার সভাপতি সুকান্ত চাকমা, ছাত্র জোটের নেতা কামরুল হাসান, বাংলাদেশ ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বি, ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল।

বক্তারা অভিযোগ করে বলেন, প্রগতিশীল  লেখক ও মুক্তমনা ব্লগার হত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। লেখক ও ব্লগার হত্যাকান্ডের পর কোন বিচার না হওয়াতে এটা প্রমানিত হয় যে এর পেছনে শাসকগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সরকার, বিরোদী দল সকলে ব্লগার হত্যাকান্ড নিয়ে সুকেীশলে রাজনীতি করে যাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশে গণতন্ত্রের নজির নেই। সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করছে। অস্থিতিশীলতার অজুহাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়াও সরকারের কন্ঠরোধের অন্যতম অগণতান্ত্রিক পদক্ষেপ।

সরকারের অগণতান্ত্রিক মনোভাব পাহাড়ে আরও প্রকট, সেখানে অবৈধ অঘোষিত সেনাশাসন জারি রয়েছে। গণতান্ত্রিক মিছিল মিটিং করতে গেলেও সেখানে অনুমতি নিতে হয়। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোন মতে কাম্য হতে পারে না। কিছুদিন আগে পাহাড়ের ৮টি গণতান্ত্রিক সংগঠন প্যালেস্টাইন  সংহতি দিবসে সংহতি জানিয়ে বিক্ষোভ করতে গেলে সেনাবাহিনী সেখানে হামলা চালায় বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তরা  ​অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে সকল সাম্প্রদায়িক হামলা সহ সকল লেখক ও প্রকাশক হত্যাকান্ড দ্রুত বিচারের দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি
——————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More