চিম্বুক পাহাড়ে মেরিয়ট হোটেল, পর্যটন নির্মাণের প্রতিবাদে ম্রোদের কালচারাল শোডাউন

0

বান্দরবান ।। চিম্বুক পাহাড়ের ম্রোদের জীবন-জীবিকার ভূমি বেদখল করে সিকদার গ্রুপের মেরিয়ট হোটেল, পর্যটন নির্মাণ ও উদ্যোগের প্রতিবাদে কালচারাল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করেছে ম্রো জনসাধারণ।

‌’চিম্বুক পাহাড়বাসী, বান্দরবান পার্বত্য জেলা’ ব্যানারে আজ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

ম্রোরা তাদের ঐতিহব্যবাহী বাদ্যযন্ত্র ও পোশাক সহকারে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এতে একটি ব্যানারে তারা লেখেন,‌  ‘এই ভূমির পরতে পরতে আমাদের বেঁচে থাকার উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের জীবন ও অস্তিত্বে আঘাত আসবে এমন স্থাপনা কিংবা পর্যটন স্পট নির্মাণ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি’।

আর ‘মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাদেরকে বাঁচতে দিন’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে এক ম্রো শিশু।

উল্লেখ্য, চিম্বুক পাহাড়ে বসবাসকারী ম্রোদের ভূমি বেদখল ও তাদের উচ্ছেদ করে সেনাবাহিনীর ২৪ ডিভিশন ও ৬৯ ব্রিগেড এবং আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্টের সঙ্গে সিকদার গ্রুপের আর অ্যান্ড আর হোল্ডিংসের যৌথ উদ্যোগে মেরিয়ট হোটেল নামে পাঁচতারকা হোটেলসহ বিলাসবহুল পর্যটন স্থাপনা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়।

এর প্রতিবাদ জানিয়ে এবং নিজেদের আবাসভূমি রক্ষার দাবিতে গত ৭ অক্টোবর ২০২০ ম্রোরা প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আন্তর্জাতিক পার্বত্য চট্টগ্রাম কমিশন গত ২ নভেম্বর সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে চিম্বুক পাহাড়ে উক্ত পাঁচতারকা হোটেলসহ পর্যটন স্থাপনা নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানায়।

এছাড়া বিভিন্ন সংগঠন ম্রোদের আবাসভূমি বেদখল করে চিম্বুক পাহাড়ে পাঁচতারকা হোটেলসহ পর্যটন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

 নোট: সংযুক্ত ছবিগুলো ফেসবুক থেকে সংগৃহিত।

 


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More