জনতার মুখোমুখি হলেন খাগড়াছড়ি সদর উপজেলার তিন চেয়ারম্যান প্রার্থী

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক:
tib-pic-2খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার তিন চেয়ারম্যান পদপ্রার্থী আজ (শুক্রবার) বিকেলে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শানে আলম, স্বতন্ত্র প্রার্থী চঞ্চুমনি চাকমা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম হেলাল উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে বিএনপি সমর্থিত প্রার্থী কংচাইরী মগ উপস্থিত ছিলেন না।

এসময় উপস্থিত বিভিন্ন শ্রেনী-পেশা’র মানুষ প্রার্থীদের কাছে নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ, চাঁদাবাজী বন্ধ, নারীর অধিকার নিশ্চিত এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার গ্যারান্টি চান।

জবাবে প্রার্থীরা বলেন, উপজেলা পরিষদের কর্ম-পরিধি একটি ম্যানুয়াল দ্বারাই পরিচালিত হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচী’র প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ এবং ১৪টি বিভাগের প্রতিনিধিত্বশীল মাসিক সভার মাধ্যমেই গ্রহণ করতে হয়।

ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)-র সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-র খাগড়াছড়ি জেলা কমিটির যৌথ উদ্যোগে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পৌর টাউন হলের মাঠে সনাক’র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সুজন’র জেলা শাখার সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা।
প্রশ্নোত্তরপর্ব শেষে প্রার্থীরা সবাই হাতে হাত মিলিয়ে নির্বাচিত হলে দুর্নীতি না করার শপথের অঙ্গীকার ব্যক্ত করেন।

# ছবি সৌজন্যে: খাগড়াছড়িনিউজ২৪.কম

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More