ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ

0

চট্টগ্রাম ।। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার, ডিজিটাল আইন বাতিল, রূহুল আমীন সহ ডিজিটাল আইনে গ্রেফতারকৃতদের এবং আন্দোলনরত ছাত্রদের উপর নির্যাতন বন্ধের দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ।

সোমবার (১লা মার্চ ২০২১) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার-এর সঞ্চালনায় সমাবেশে

বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় অর্থ সম্পাদক এ্যনি চৌধুরী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের চট্টগ্রাম নগর এর আহবায়ক তিতাস চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর এর সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক রিপন বড়ুয়া,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর চট্টগ্রাম জেলার সভাপতি এনি সেন, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম নগর এর সাধারণ সম্পাদক অমিত চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য কাজী আরমান।

নেতৃবৃন্দ বলেন, বিনা বিচারে হত্যার লাইসেন্স পেয়ে গেছে আইন শৃংখলা বাহিনী। সরকারের দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদকে জেলে যেতে হয়েছে, জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি বলেন, এদেশে খুনী হারিস-জোসেফরা ক্ষমা পায়, শিকদার ভাইরা মুক্তি পায় আর লেখক মুশতাকেরা জেলে মরে। দেশ এখন মাফিয়াদের দখলে।

নেতৃবৃন্দ ঢাকা সহ সারাদেশে আন্দোলন সংগ্রামের উপর ন্যাক্কারজনক দমন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দমন করে জেলে দিয়ে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা যাবেনা। ছাত্র জনতা রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে এই নিপীড়নের জবাব দেবে।

নেতৃবৃন্দ লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার, ডিজিটাল আইন বাতিল, রূহুল আমীন সহ ডিজিটাল আইনে গ্রেফতারকৃত ও আন্দোলন করার কারণে আটককৃত ছাত্রদের মুক্তি দাবি করেন।

 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More