ঢাকায় শ্রমজীবী ফ্রন্ট-এর সম্মেলন চলছে

0

ঢাকা : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের নীচতলার হলরুমে শ্রমজীবী ফ্রন্ট(পার্বত্য চট্টগ্রাম)-এর ১ম জাতীয় সম্মেলন চলছে।

আজ ৩ আগস্ট ২০১৮, শুক্রবার সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় লোকজন সম্মেলন স্থলে পৌঁছতে দেরী হওয়ার কারণে দুপুর সোয়া ২টায় সম্মেলন শুরু হয়।

‘জাগো, জাগো, জাগো সর্বহারা, অনশনবন্দী ক্রীতদাস,..’ এই আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এ সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে মুষ্ঠিবদ্ধ হাতে সংগীতের সুর মেলান।

এরপর সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার ৯ মাইলে শিশু কৃত্তিকা ত্রিপুরা, বাস চাপায় নিহত শিক্ষার্থী ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক নিরূপা চাকমার সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সংগঠক নতুন কুমার চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা।

সম্মেলনে চট্টগ্রাম, কুমিল্লা, সাভার, কাঁচপুর, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মিল-ফ্যাক্টরিতে কর্মরত দুই শতাধিক শ্রমিক প্রতিনিধি যোগদান করেছেন।

সম্মেলনের কিছু ছবি:

———————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More