ঢুডু সরেনের স্ত্রী ফুলমনি মার্ডীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
Protestদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কচুয়া ডাঢ়কামারি গ্রামের বাসিন্দা, ভূমি দস্যুদের হামলায় নিহত ঢুডু সরেনের স্ত্রী ফুলমনি মার্ডীর (৪০) ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টার সময় স্থানীয় হিলিরডাঙ্গা বাজারে হাটের দিনে ঝাড়ূ দেয়ার সময় স্থানীয় ভূমিদস্যু ও ঢুডু সরেন হত্যা মামলার প্রধান আসামী ডা: গোফ্ফার গং এর ভাড়াটিয়া সন্ত্রাসী সবুজ মিয়া (৩০), পিতা গোলজার আলী তার ওপর হামলা চালায়। হামলায় ফুলমনি মার্ডী মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

ফুলমনি মার্ডীর ওপর হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী শত শত আদিবাসী নারী পুরুষ ক্ষোভে ফেঁটে পড়ে, বিক্ষুব্ধ হয়ে উঠে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে দলে দলে লোকজন হিলিরডাঙ্গা বাজারে জড়ো হতে থাকে। বিকাল ৪টার দিকে প্রায় ৫ শতাধিক বিক্ষুব্ধ জনতা মিছিল সহকারে ডানকামারি, কুসুম পাড়া, লোটো পাড়া, খায়ার পাড়া, খিরাম পাড়া ও কাজী পাড়াসহ বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রাম ঘুরে স্থানীয় আপতাপগঞ্জ বাজারে এসে বিশাল এক সমাবেশে করে।2

সমাবেশে বক্তরা বলেন, ঢুডু সরেন হত্যাকারীদের মধ্যে কেবল প্রধান আসামী ডা: গোফফারকে গ্রেফতার করা হলেও বাকী আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা ঢুডু সরেন পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে। তাদেরই নির্দেশে ফুলমনি মার্ডীর ওপর হামলা চালানো হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে চিহ্নিত হামলাকারী গোলজার আলীর ছেলে সুবুজ মিয়াকে গ্রেফতার এবং ঢুডু সরেন হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানানো হয়।

বাজারের তিনমাথা মোড়ে (ফরমান মোড়) অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক শ্যামল মার্ডী, জুলিয়ান মার্ডী (শিক্ষক), যুবনেতা ইলিয়াস সরেন ও ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবর রহমান (সিএমসি) প্রমূখ।

উল্লেখ্য, গত ২ আগস্ট ফুলমনি মার্ডীর স্বামী ঢুডু সরেনকে ভূমি দস্যু গোফফার গংরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার দেড় মাসের মাথায় আবারো ফুলিমনি মার্ডীর উপর হামলা করলো ভূমি দস্যুরা।
————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More