তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটরিাঙ্গা উপজলোর তাইন্দংয়ে অপহরণ নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ৫ আগস্ট সোমবার খাগড়াছড়ি জেলা ব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)। এছাড়া আগামীকাল ৪ আগস্ট রবিবার খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বরত নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি, জরুরী বিদ্যু, ফায়ার সার্ভিস এবং সংবাদপত্র ও সংবাদ কর্মীদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট জেলার যানবাহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীতে সহযোগিতা দেয়ার অনুরোধ জানিয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More