তাইন্দং সেটলার হামলার প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ

0
ডেস্ক রিপোর্ট
সিএইচটিনিউজ.কম
 
তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ।
ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত।
 
আগরতলা: মাটিরাঙ্গার তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার প্রতিবাদে ত্রিপুরী, মগ ও চাকমা এ্যাকশন কমিটি আজ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সকাল সাড়ে এগারটায় শুরু হওয়া এই বিক্ষোভে এক হাজারের মতো চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালি অংশগ্রহণ করেন।
তারা মিছিল সহকারে বাংলাদেশ ভিসা অফিসে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবার একটি স্মারকলিপি পেশ করেন। এতে তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দোষীদের শাস্তি ও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার নিশ্চয়তা বিধানসহ চার দফা দাবি তুলে ধরেন।
এ্যাকশন কমিটির নেতারা বাংলাদেশ ভিসা অফিসের সামনে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন। তারা তাইন্দং-এ পাহাড়ি গ্রামে ৩ আগস্ট পরিকল্পিত সেটলার হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
—–

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More