দিঘীনালায় এক পাহাড়িকে নিজ বসতভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

0

দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের ভুয়াছড়ি গ্রামের বাসিন্দা মৃত বিরসেন চাকমার ছেলে জনাধন চাকমাকে (৬০) সেটলার কর্তৃক নিজ রেকর্ডিয় জায়গা ও বসতভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে দিঘীনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদআজ ৯ সেপ্টেম্বর দুপুর ২টায় ইউপিডিএফর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে থানা এলাকা হয়ে বাস টার্মিনাল ঘুরে লার্মা স্কোয়ারে গিয়ে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা থানা শাখার সহ সভাপতি জীবন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সহ সভাপতি অংকন চাকমা, দিঘীনালা কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমাসমাবেশ পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সদস্য নীরব চাকমা
বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১১টার দিকে দিঘীনালা থানার এসআই মো: সেলিমের সহযোগিতায় মেরুং থেকে সাদেক মিয়া, আশফাক লিডার সহ ২০/৩০ জন সেটলার জনাধন চাকমার বসতভিটায় গিয়ে তাকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দিয়েছেবর্তমানে তিনি দিঘীনালা সদরে অবস্থান করছেন
বক্তারা অবিলম্বে সেটলারদের সহযোগী এসআই সেলিমকে প্রত্যাহার, জায়গা বেদখলকারী সাদেক মিয়া গংদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও উচ্ছেদকৃত জনাধন চাকমাকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানপূর্বক নিজ জায়গায় বসবাস করার পূর্ণ নিরাপত্তা বিধানের জোর দাবি জানান
এদিকে, জেএসএস(এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ এ ঘটনার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More