দিঘীনালায় পিসিপি কর্মীদের ওপর সন্তু গ্রুপের সশস্ত্র হামলা ও রাঙামাটিতে পাহাড়ি নারীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

0
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
Khg rallyখাগড়াছড়ির দিঘীনালায় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কর্মীদের ওপর সন্তু গ্রুপের সশস্ত্র হামলা রাঙামাটিতে পাহাড়ি নারীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি সদর, পানছড়ি, দিঘীনালা ও মহালছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছেআজ ৮ জুলাই পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম যৌথভাবে এই বিক্ষোভ প্রদর্শন করে
খাগড়াছড়ি সদর : খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া থেকে বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার, উপজেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমাপাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি বিপুল চাকমা উপস্থাপনা করেন
সমাবেশে বক্তারা বলেন, সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে শান্তি চায় না বলেই ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন সমূহের ওপর একের পর এক সশস্ত্র হামলা পরিচালনা করছেনসরকার ও সেনাবাহিনীর ছত্র ছায়ায় থেকে সন্তু লারমার লেলিয়ে দেয়া সশস্ত্র সদস্যরা খুন-খারাবির কার্যক্রম চালিয়ে যাচ্ছেকিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না
বক্তারা আরো বলেন, সরকার একদিকে চুক্তি বাস্তবায়ন ও ভূমি অধিকারের কথা বলছে, অপরদিকে সন্তু লারমাকে উস্কে দিয়ে ভ্রাতৃঘাতি সংঘাতকে দীর্ঘায়িত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেসরকারের এই দ্বৈত নীতির বিরুদ্ধে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে
বক্তারা খুন-খারাবির রাজনীতি ও ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানান
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছেপাহাড়ি নারীরা কোথাও আজ নিরাপদ নয়গতকাল শনিবার রাঙামাটির শহরের মধ্যে একজন এবং আজ রবিবার খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় একজন পাহাড়ি নারীকে হত্যা করা হয়েছেকিন্তু প্রশাসন এখনো অপরাধীদের গ্রেফতার করতে পারেনিপ্রশাসনের নাকের ডগায় এসব হত্যাকান্ডের ঘটনা ঘটলেও প্রশাসন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করছে নাফলে বার বার এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে
বক্তারা অবিলম্বে দিঘীনালায় পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর সশস্ত্র হামলার সাথে জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ি নারী হত্যার ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
দিঘীনালা : সকাল ১১টায় দিঘীনালা উপজেলা সদরের ইউপিডিএফ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা ঘুরে লারমা স্কোয়ারে গিয়ে শেষ হয়সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সভাপতি রজেন্টু চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন চাকমা, দিঘীনালা উপজেলা শাখার সহ সভাপতি জীবন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের দিঘীনালা থানা শাখার সদস্য কেয়া চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সদস্য রূপেস চাকমাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিউটন চাকমামিছিল ও সমাবেশ পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সাধারণ সম্পাদক সুমন্ত চাকমা
পানছড়ি : পানছড়ি উপজেলার কলেজ গেট থেকে দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পানছড়ি বাজার প্রদণি করে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিবর্তন চাকমার সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি বরুণ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক পরম বিকাশ ত্রিপুরাসুমেধ চাকমা সমাবেশে উপস্থাপনা করেন
মহালছড়ি : দুপুর ১টায় মহালছড়ি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার সড়ক ও জনপদ বিভাগের মাঠে গিয়ে শেষ হয়গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি উষাময় খীসা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা এতে বক্তব্য রাখেন
উল্লেখ্য, আজ রবিবার ভোর রাত আনুমানিক ৩টার সময় জেএসএস সন্তু গ্রুপের তিন জন সশস্ত্র সন্ত্রাসী দিঘীনালা উপজেলা সদরের নারিকেল বাগানের একটি বাড়ির বেড়া কেটে ঢুকে পিসিপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারা ঐ বাড়িতে ঘুমাচ্ছিলেন। সন্ত্রাসীদের হামলায় তিন পিসিপি কর্মী আহত হয়।আহতরা হলেন, পিসিপির দিঘীনালা উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ১০ম শ্রেণীর ছাত্র রুবেল চাকমা (১৬), দিঘীনালা থানা শাখার সদস্য কনক জ্যোতি চাকমা (১৯) ও মেরুং ইউনিয়ন শাখার সভাপতি পলাশ চাকমা (১৮)কনক চাকমা ও পলাশ চাকমার উরুতে এবং রুবেল চাকমার পায়ের পাতায় গুলিবিদ্ধ হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More