দিঘীনালা থানার ওসির বিরুদ্ধে ইউপিডিএফের ৮ নেতা-কর্মীকে আসামী করে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ, প্রত্যাহারের দাবি

0

দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালায় ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা সহ পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের ৮ নেতা-কর্মীকে আসামী করে  প্রতারণার আশ্রয় নিয়ে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে দিঘীনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটোর বিরুদ্ধে অভিযোগ উঠেছেমামলার বাদী করা বাহুদেব চাকমা এ অভিযোগ করেছেন
জানা যায়, গত ২১ নভেম্বর রাতে দিঘীনালা উপজেলার নারিকেল বাগান এলাকায় কে বা কারা বাহুদেব চাকমার ছেলে সুমন্ত চাকমাকে(২৩) গুলি করে হত্যা করেঘটনার পরদিন ২২ নভেম্বর সকালে পাবলাখালী ছড়ার পার্শ্ববর্তী জঙ্গল থেকে পুলিশ লাশ উদ্ধার করে এবং বাহুদেব চাকমার কাছ থেকে লাশ গ্রহণের তিনটি সাদা কাগজের উপর স্বাক্ষর আদায় করেদিঘীনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বাহুদেব চাকমার স্বাক্ষরিত সাদা কাগজের উপর এজাহার লিপিবদ্ধ করে প্রতারণাপূর্বক তাকে বাদী করে ইউপিডএফ, পিসিপি ও ডিওয়াইএফ-এর ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা গ্রহণ করেনযার মামলা নং-০৪, তাং ২৪/১১/১২ইং, জি আর-৩৩৯/১২, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃমামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন-১. কিশোর চাকমা, ২. আলো জীবন চাকমা, ৩. ইন্দ্র চাকমা, ৪. অংকন চাকমা, ৫. রজেন্টু চাকমা, ৬. সোহেল চাকমা, ৭. সুমান্ত চাকমা ও ৮. লিটন চাকমা
এ বিষয়ে বাহুদেব চাকমা গত ২৮ নভেম্বর এক হলফনামায় তিনি কোন মামলা দায়ের করেননি বলে জানিয়েছেন এবং মামলা প্রত্যাহারের জন্য খাগড়াছড়ি বিজ্ঞ আমলি আদালত ও পুলিশ সুপারের বরাবরে আবেদন করেছেন
তিনি বলেন, ‘প্রকৃত পক্ষে আমি আমার ছেলের মৃত্যুর বিষয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে কোথাও কোন প্রকার মামলা কিংবা অভিযোগ দায়ের করি নাইএমনকি আমার ছেলে মৃত্যু হওয়ার পর থেকে আমি থানায় বা আদালতে যাই নাই
তিনি আরও বলেন, ‘দিঘীনালা থানার ওসি আমার সাথে প্রতারণাপূর্বক লাশ গ্রহণের তিনটা স্বাক্ষরিত সাদা কাগজে এজাহার লিপিবদ্ধ করে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেনমামলায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের নাম আমি জানি না এবং কাউকে চিনিও নাআমি ছেলের মৃত্যু বিষয়ে তাদেরকে দায়ি করি নাআমার সাথে থানা পুলিশ কেন এরূপ প্রতারণা করেছে তা আমার বোধগম্য নয়
ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক কিশোর চাকমা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারণার সাথে জড়িত ওসি শাহাদাত হোসেন টিটোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More