দীঘিনালায় উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে স্ব স্ব জমিতে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল

0

সিএইচটিনিউজ.কম

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল

দীঘিনালা: বিজিবি ৫১নং ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপনের কারণে উচ্ছেদ হওয়া ২১ পাহাড়ি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণসহ স্ব স্ব জমিতে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি।

আজ ২৯ মে শুক্রবার সকাল ১০টায় উপজেলার বড়াদম বাজারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতা সুজয় চাকমা। সচিব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন দীঘিনালার ভূমি রক্ষা যুবক নেতা জহেল চাকমা।

বক্তারা পার্বত্য চট্টগ্রামের এযাবৎ সরকার বাহিনী এবং সেটলার কর্তৃক বেদখল হওয়া জায়গা পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন বান্দরবানে আলীকদম, সাজেক, রামগড়, গুইমারা, দীঘিনালা বাবুছড়া, কবাখালীসহ বিভিন্ন জায়গায় আজ পাহাড়িদের তুলনায় বাঙালী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় চলতে থাকলে পার্বত্য চট্টগ্রামে জনগণ তাদের বসবাসরত জায়গা আরো বাঙালী বা সরকার বাহিনীর কর্তৃক বেদখল হওয়ার আশংক্ষা প্রকাশ করেন। পরে মিছিলটি বড়াদম বাজার ঘুরে দীঘিনালা ইউপি অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়।
——————————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More