দীঘিনালায় কাল গণতান্ত্রিক যুব ফোরামের গণসমাবেশ

0

সিএইচটিনিউজ.কম
DYF posterখাগড়াছড়ি প্রতিনিধি: সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংখ্যালঘু জাতিসমূহকে স্ব স্ব জাতির সাংবিধানিক স্বীকৃতি, দীঘিনালায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে সেটলার লেলিয়ে দেয়া ও নির্বিচারে নারীদের ওপর হামলাকারী বিজিবি-পুলশ সদস্যদের শাস্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা-হুলিয়া প্রত্যাহার, নির্বিচারে ধরপাকড়, হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরাম আগামীকাল ৩০ জুন সোমবার দীঘিনালায় গণসমাবেশের আয়োজন করেছে। উপজেলার মাইনি রিসোর্ট এলাকায় দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

গণতান্ত্রিক যুব ফোরাম উক্ত গণসমাবেশে অংশগ্রহণের জন্য উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতি ও জনগণের তীব্র আপত্তি ও প্রতিবাদ সত্ত্বেও ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বিল পাসের মাধ্যমে পাহাড়ি জনগণের উপর উগ্রবাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়। উক্ত সংশোধনীতে ৬নং অনুচ্ছেদে নাগরিত্ব হিসেবে লোখা হয় “বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।” আগামীকাল এ সংশোধনী বিল পাসের ৩ বছর পূর্ণ হবে। গণতান্ত্রিক যুব ফোরাম এ দিনটিকে “অভিশপ্ত দিবস” হিসেবে ঘোষণা দিয়েছে।

এদিকে ৩০ জুন উপলক্ষে বিভিন্ন দাবি জানিয়ে গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয়ভাবে একটি পোস্টার প্রকাশ করেছে। ” অভিশপ্ত ৩০ জুন-এর ডাক, নিপীড়িতDYF poster2 ছাত্র-যুব-জনতা ঐক্যবদ্ধ হোন, অন্যায়ের বিরু্দ্ধে রুখে দাঁড়ান” এই আহ্বানে প্রচারিত উক্ত পোস্টারে ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো:

১. ‘পাহাড়ি ব্যাটেলিয়ন’ মোতায়েন নয়, র‌্যাব বিলুপ্ত কর!; ২. রুমায় সেনা গ্যারিসন সম্প্রসারণ, দীঘিনালায় বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর নির্মাণ, নাইক্ষ্যংছড়ি-রামগড়সহ বিভিন্ন অঞ্চলে রাবার বাগান ও বনায়নের নামে পাহাড়ি উচ্ছেদ বন্ধ কর; ৩. দীঘিনালায় সাম্প্রদায়িকতার উস্কানিদাতা ও নির্বিচারে নারীদের ওপর হামলাকারী বিজিবি-পুলিশ সদস্যদের শাস্তি দাও; ৪. বাঘাইছড়ির তদেকমারা কিজিঙে কিয়্যঙ নির্মাণে সেনা-প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নাও; ৫. নির্বিচারে ধরপাকড় বন্ধ কর, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা-হুলিয়া তুলে নাও, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাও; ৬. উচ্চ শিক্ষার মূলা ঝুলিয়ে নব্য সেটলার পুনর্বাসনের নীল নক্সা বাতিল কর, রাঙ্গামাটিতে বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে স্কুল-কলেজ উন্নতিকল্পে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ কর; ৭. মেডিক্যাল কলেজ নয়, স্থানীয় হাসপাতালসমূহে উন্নত চিকিৎসার বন্দোবস্ত কর; ৮. পার্বত্য চট্টগ্রামে ধর্ষিতার মেডিক্যাল টেস্টে সরকারি হস্তক্ষেপ বন্ধ কর, গোপন নির্দেশনা তুলে নাও।

উক্ত পোস্টারে স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতির দাবিতে লড়াই জোরদার করতে গণতান্ত্রিক যুব ফোরামের পতাকাতলে সমবেত হওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।
——————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More