দীঘিনালায় জুম্ম ফিল্ম এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

সিএইচটিনিউজ.কম
SAM_2154দীঘিনালা প্রতিনিধি:  বগাছড়ির ক্ষতিগ্রস্তদের সাথে সংহতি ও জাকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল জুম্ম ফিল্ম এসোসিয়েশন (জুফা) এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

“আমার সংস্কৃতি আমার অহংকার, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হোন, নিজ নিজ সংস্কৃতি চর্চা করুন” এই শ্লোগানকে সামনে রেখে ১ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দীঘিনালার উদোলবাগান উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জুম্ম ফিল্ম এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জ্ঞানকীর্তি চাকমার সভাপতিত্বে এবং এন লাভা চাকমার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা ও গোপা দেবী চাকমা, ৪নং দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উদোল বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা ও বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।SAM_2189

প্রধান অতিথির বক্তব্যে নব কমল চাকমা ২০১৪ সালে প্রাপ্তি চেয়ে অপ্রাপ্তির মাত্রাটা বেশি উল্লেখ করে শাসক গোষ্ঠির বিভিন্ন ষড়যন্ত্রের সমালোচনা করে সাম্প্রতিক বিভিন্ন উগ্রসাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি রাংগামাটির নানিয়াচর উপজেলায় বগাছড়িতে সেটলার বাঙ্গালিদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা ও তাদের ন্যায্য আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষনা এবং ভ্রাতিঘাতি সংঘাত বন্ধ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ২০১৫ সাল সকলের শান্তি কামনা করেন।

SAM_2205এরপর নিপীড়িত-নির্যাতিত, অধিকারহারা মানুষের মঙ্গল কামনা করে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রগতিশীল গান ও নৃত্য পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বগাছড়িতে সেটলার হামলার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারদের ন্যায্য দাবি দাওয়া ও আন্দোলনের প্রতি একাত্মতা ও সংহতি জানিয়ে উপস্থিত দর্শক স্রোতারা সবাই মুষ্ঠিবদ্ধ হাত উচিয়ে সমর্থন জানায়।
—————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More