দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
Dighinala, 1 June 2015দীঘিনালা প্রতিনিধি : দীঘিনালায় বিজিবি কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে স্ব-স্ব জমিতে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি।

আজ ১ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলার জোড়া ব্রীজ রাস্তা মোড়ে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতা দীপন জ্যোতি চাকমার সভাপতিত্বে ও সচিব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন দীঘিনালা যুব সমাজের প্রতিনিধি জীবন চাকমা, রবীন্দ্র চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সমস্যার প্রকৃত সমাধানের জন্য সরকার ও এখানে নিয়োজিত সামরিক বাহিনীর ইতিবাচক মানসকিতা দরকার। কিন্তু যে সেনাবাহিনী আন্তজাতিক শান্তি রক্ষা মিশনে কাজ করছে, তারাই পার্বত্য চট্টগ্রামের জনগণের উপর নিপীড়ন-নির্যাতন ও জুলুম চালাচ্ছে। তারাই জনগণের গণতান্ত্রিক অধিকারকে নগ্নভাবে হরণ করছে। তাই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী ও সেটলারদের প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

বক্তারা সেনাবাহিনী কর্তৃক বাবুছড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ভূমি রক্ষা কমিটির সভাপতি পরিতোষ চাকমার বাড়ি ঘেরাও-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে যথাযথ ক্ষতিপুরণসহ নিজ নিজ জমিতে পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More