দীঘিনালায় শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বাধা ও হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

0

সিএইচটিনিউজ.কম
Protest rally in Khagrachari, 15.03.2015খাগড়াছড়ি: বিজিবি’র ৫১ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র স্থানান্তর, মিথ্যা মামলা প্রত্যাহার ও উচ্ছেদ হওয়া ২১ পাহাড়ি পরিবারকে নিজ জমিতে পুনর্বাসনের দাবিতে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির উদ্যোগে ৫১ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে সেনাবাহিনীর বাধাদান, অংশগ্রহণকারী জনসাধারণের উপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা।

রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় স্বনির্ভর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলটি আবারো সেখান থেকে স্বনির্ভরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য বরুণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা।

বক্তারা শান্তিপুর্ণ পদযাত্রা কর্মসূচিতে সেনাবাহিনীর বাধা দান ও অংশগ্রহণকারী জনসাধারণের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ন্যায়সংগত দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। সেনাবাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে এই গণতান্ত্রিক অধিকারকে পদধুলিত করেছে।

বক্তারা সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে উল্লেখ করে হামলাকালী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহার, উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ নিজ জমি ও বসতভিটা ফিরিয়ে দেয়া ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
——————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More