দীঘিনালায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
Dighinala voteদীঘিনালা :খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে। আজ ৩১ মার্চ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ করছেন। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।

সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

দিঘীনালা উপজেলায় এবারের নির্বাচনে তিন পদে মোট ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনে মোট ২৫টি কেন্দ্রে ৬৫ হাজার ৮শ’ ৭৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে ৮জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র ৮টি মোবাইল টিম, পুলিশের ২জন এসপি’র নেতৃত্বে ২টি বিশেষ টিম, ৫টি মোবাইল টিম ও ২টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, এর আগে দুই ভাগে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্বশেষ আজ দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য উপজেলার ন্যায় এ উপজেলায়ও আওয়ামী লীগ, বিএনপি’র পাশাপাশি আঞ্চলিক দলগুলোও নিজেদের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More