দীঘিনালায় স্কুলছাত্রী ধর্ষক সোহেল ৩ দিনের রিমান্ডে, অন্যরা এখনো পলাতক

0

সিএইচটিনিউজ.কম
Rapist Shohel1দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় ১০ম শ্রেণীর পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ছাত্রলীগ নেতা সোহেলকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এজাহারভুক্ত অপর তিন আসামী এখনো পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইসরাফিল মজুমদার জানান, নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত সোহেলকে বুধবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি আরো জানান, কিশোরী আদালতে ঘটনার বর্ণনা দিয়েছে এবং ঘটনার স্বাক্ষী মানস কান্তি চাকমা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এজাহারভূক্ত অপর তিন আসামি মো. সোহাগ (৩২), মো. সাইফুল ইসলাম (২৬) ও মো. আমির হোসেন ওরফে কুট্টি ঘটনার পর থেকে পলাতক রয়েছে; তবে তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে চারজনকে আসমি করে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। (যার মামলা নং-০১, তাং-১০/০৩/২০১৫)।
——————-

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More