নওগাঁর উরাঁও পল্লীতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ

0

সিঁএইচটিনিউজ.কম
imagesনওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের উরাঁও জাতিসত্তার বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। আবার হামলার ভয়ে পল্লীর বাসিন্দারা পালিয়ে বেড়াচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি পুকুর পাড়ে কয়েক যুগ ধরে উরাঁও সম্প্রদায়ের লোকজন ছাড়াও কিছু ভূমিহীন মুসলিম পরিবার বাস করে আসছে। গত বুধবার দিবাগত রাত ৩ টার দিকে শতাধিক দুর্বৃত্ত ওই পল্লীতে হামলা চালায়। তারা ১৪/১৫টি বাড়ি ভাংচুর করে এবং ৫টিতে অগ্নিসংযোগ করে। হামলায় উরাঁও সম্প্রদায়ের রমনাথ টপ্প্য, শানু খালকো, তনু খালকো, সমু খালকো, তনু ও, উকিল গজার, মহেন্দ্র গজার ও ভূমিহীন আবু বক্কর, হাফিজুল, ইউনুছ, ধন মোহাম্মদসহ ১৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তারা মানবেতর জীবন-যাপন করছেন বলে জানান। পল্লীর মেয়েরা সম্ভ্রম রক্ষার জন্য আশপাশের গ্রামে ঠাঁই নিয়েছে। সাংবাদিকদের কাছে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে, এ ঘটনায় থানা পুলিশ মামলা গ্রহণ করেনি।

এ ব্যাপারে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুর   রফিক বলেন, ‘এ বিষয়ে কেউ মামলা করতে আসেনি। লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে কিনা আমার জানা নেই।’

সূত্র: ইত্তেফাক

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More