নাইক্ষ্যংছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন

0

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Khun2বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তামাক পাতা দেনা-পাওনা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় কৃষক মোজাফ্ফর আহমেদের ছেলে মোঃ শহিদুল (২৬)। নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামে বৃহস্পতিবার রাত আটটায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শহিদুল তার মেজ ভাই মোঃ আয়াছ থেকে তামাক চাষের জন্য সুদে টাকা নিয়েছিলেন। তামাক বিক্রি টাকাগুলো সুদে আসলে দেয়ার কথা। কিন্তু তামাক বিক্রি করার পরও পাওনা পরিশোধ করেননি শহিদুল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।

প্রত্যক্ষদর্শী ফারুক আহমেদ জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে পাওনা টাকা আদায়ের জন্য মোঃ আয়াছ তার ছোট ভাই শহিদুলের বাড়িতে যান। টাকা দেনা-পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে ছোট ভাইয়ের গলার রগ কেটে দেন মেজ ভাই। রক্তাক্ত অবস্থায় পরিবার ও গ্রামের লোকজন শহিদুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে দোছড়ি ইউনিয়নের মেম্বার মোহাম্মদ ইমরান বলেন, গেল উপজেলা নির্বাচনে নিহত শহিদুল বর্তমানে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ মোটর সাইকেল (প্রতীক) এর পক্ষে প্রকাশ্যে প্রচারনায় অংশ নেন। এদিকে তার মেজ ভাই আয়াছ পরাজিত প্রার্থী অধ্যাপক শফিউল্লাহর পক্ষে কাজ করেন। এর বিরোধের জের ধরে ঘটনা ঘটে থাকতে পারে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, টাকা পাওনা নিয়ে ঝগড়ার সময় মোঃ আায়াছ তার ছোট ভাই শহিদুলকে খুন করে। তবে আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ খুনের ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More