নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ টাকার কাঠ জব্দ করেছে বিজিবি

0

সিএইচটিনিউজ.কম
Jobda.1
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান): বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে  ৭’শ ৩২ ফুট অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত কাঠসমূহ বিজিবি হেফাজতে নেয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ফুলতলি এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা বলে বিজিবি জানায়।

নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুত্র জানায়, ফুলতলী বিওপি’র টহলদল গোপন সংবাদে নায়েক সুবেদার মো : আলমগীর হোসনের নেতৃত্বে  অভিযান চালিয়ে ফুলতলী এলাকা থেকে মালিক বিহীন ৭’শ ৩২ ফুট বিভিন্ন জাতের অবৈধ কাঠ জব্দ করতে সক্ষম হয়। এসব অবৈধ কাঠের বাজার মূল্য ১১ লক্ষ টাকা বলে তারা জানায়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্ণেল মো : সফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারী এবং চোরাচালানী প্রতিরোধে ৩১ বর্ডার গার্ড সর্বদা সচেষ্ট । নিয়মিত টহলে এই কাঠ আটক করা হয় । এসব অবৈধ কাঠ এর জন্য বনজ দ্রব্য নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা নেয় হচ্ছে ।

উৎস: coxsbazarnews.com

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More