নান্যাচরে সদ্য কারামুক্ত পিসিপি নেতাদের সংবর্ধনা

0

নান্যাচর(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার উদ্যোগে আজ ২৪ ফেব্রুয়ারী বিকাল ৪টার সময় রাঙামাটির নান্যাচর উপজেলার টিএন্ডটি এলাকায় সদ্য কারামুক্ত পাহাড়ি ছাত্র পরিষদের তিন নেতাকে সংবর্ধনা দেয়া হয়েছে কারামুক্ত পিসিপি নেতারা হলেন, নান্যাচর কলেজ শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুদ্ধধন চাকমা ও নান্যাচর থানা শাখার সদস্য নরেন চাকমা। গত ২০ ফেব্রুয়ারী পাহাড়ি ছাত্র পরিষদের মাতৃভাষায় শিক্ষার দাবিতে পূর্বঘোষিত ক্লাশ বর্জন কর্মসূচি সফল করতে গিয়ে নান্যাচর জোনের সেনারা তাদেরকে আটক করে। পরে তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে নান্যাচর থানা থেকে রাঙামাট জেল হাজতে পাঠায়। দুইদিন জেলে অন্তরীণ থাকার পর গত ২২ ফেব্রুয়ারী রাঙামাটি জেলা জজ আদালত থেকে তারা জামিনে মুক্তিলাভ করেন

পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা ও সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা কারামুক্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিল চাকমা ও শুদ্ধধন চাকমা৷ অনুষ্ঠানে কারামুক্তদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জায়েজ করার লক্ষে সেনাবাহিনী নান্যাচর সহ গোটা পার্বত্য চট্টগ্রামে নিরীহ জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে দিন দিন এ নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত সেনাবাহিনী কর্তৃক কোথাও না কোথাও নিপীড়নের শিকার হচ্ছে নিরীহ জনগণ। যতই নিপীড়ন-নির্যাতন চালানো হোক না কেন পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিসিপি কিছুতেই পিছপা হবে না বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে সেনাশাসনের অবসান এবং পিসিপি নেতাদের নামে এ যাবত যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি জানান। পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার দপ্তর সম্পাদক পুলম চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More