নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক দুই ব্যক্তি মারধরের শিকার

0

নান্যাচর(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

রাঙামাটির নান্যাচর উপজেলার সোনারাম কার্বারী পাড়ায় আজ ২৮ ফেব্রুয়ারী ২০১১ সেনাবাহিনী কর্তৃক দুই ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। এরা হলেন সোনারাম কার্বারী গ্রামের রাজমোহন চাকমার দুই ছেলে শান্তি চাকমা (৩২) ও বিমল কান্তি চাকমা (২৫)।

সূত্র জানায়, গতকাল ২৭ ফেব্রুয়ারী নান্যাচর সেনা জোন থেকে ২৫/৩০ জনের একদল সেনা উপজেলার ত্রিপুরাছড়ি গ্রামে অপারেশনে যায়৷ সেখানে তারা সারারাত অবস্থান করার পর আজ সকাল আনুমানিক ৯টার সময় সেনারা সোনারাম কার্বারী পাড়ায় যাবার পথে গাছ বহনকারী উক্ত দুই ভাইকে নাগাল পায়। সেনারা তাদেরকে ধরে তাদের সাথে নিয়ে যায়। পরে সেনারা তাদের দুজনকে দুইভাগে বিভক্ত করে শান্তি চাকমাকে এক জায়গায় নিয়ে গিয়ে তোমাদের বন্দুক কোথায়, আরো কারা কারা আছে ইত্যাদি জিজ্ঞাসা করে। এক পর্যায়ে সেনারা তাকে লাঠি দিয়ে আঘাত করায় তিনি ভয়ে পালিয়ে গেলে সেনারা তার ছোট ভাই বিমল কান্তি চাকমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় সেনারা তাকে পিছমোড়া বেঁধে ফেলে এবং বেদম মারধর করে। পরে তাকে ছেড়ে দিলেও আগামীকাল অর্থাত্‍ ১ মার্চ২০১১ শান্তি চাকমাকে নিয়ে নান্যাচর জোনের অধীন জরপ্যা পাড়া ক্যাম্পে হাজির হতে নির্দেশ দিয়ে যায়। হাজির হতে ব্যর্থ হলে পূনরায় তাকে আটক করা হবে বলেও হুমকি দিয়ে যায়। বিমল কান্তি চাকমার হাত-পা সহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে সূত্র জানিয়েছে। সেনারা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ত্রিপুরাছড়িতে অবস্থান করছে বলে জানা গেছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More