নান্যাচরে সেনা সদস্য কর্তৃক এক পাহাড়ি নারী যৌন হয়রানির শিকার

0

নান্যাচর(রাঙামাটি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রাঙামাটির নান্যাচর উপজেলায় নান্যাচর সেনা জোনের উদ্যোগে জোন হেডকোয়ার্টার এলাকায় বিনামূল্যে চক্ষু শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শীতবস্ত্র নিতে এসে সেনা সদস্য কর্তৃক এক পাহাড়ি নারী (৩০) যৌন হয়রানির শিকার হয়েছেনগতকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার এ ঘটনা ঘটে
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় সাবেক্ষং ইউনিয়নের মরাচেঙে গ্রাম থেকে কম্বল নিতে আসা ঐ পাহাড়ি নারী কম্বলের জন্য লাইনে দাঁড়ানএ সময় ভিড়ের মাঝে জনৈক সেনা সদস্যটি তার বুকে হাত দিয়ে যৌন আক্রমণ চালায়এরপর ঐ আক্রান্ত নারী তীব্র প্রতিবাদ করেন এবং পায়ের সেন্ডেল খুলে ঐ সেনা সদস্যের গালে চড় লাগিয়ে দেন
এ ঘটনার প্রতিবাদে আজ ৫ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় পাহাড়ি ছাত্র পরিষদ নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে
হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী কণিকা দেওয়ান সেনা সদস্য কর্তৃক উক্ত যৌন হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ ও অবিলম্বে দোষী সেনা সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More