নান্যাচর গণহত্যার ২১তম বার্ষিকী কাল

0

সিএইচটিনিউজ.কম
আগামীকাল ১৭ নভেম্বর ২০১৪ নান্যাচর গণহত্যার ২১তম বার্ষিকী। ১৯৯৩ সালের ১৭ নভেম্বর সেনা-সেটলাররা যৌথভাবে এ গণহত্যা সংঘটিত করে।

এ উপলক্ষে ‘সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি’র উদ্যোগে রাঙামাটির নান্যাচর উপজেলা সদরে সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হবে।

সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও নান্যাচর সদর ইউপি মেম্বার সেন্টু চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টায় র‌্যালি সহকারে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর উপজেলা রেস্ট হাউজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে নান্যাচর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন ও এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১৯৯৩ সালের ১৭ নভেম্বর পাহাড়ি ছাত্র পরিষদের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে সেনা-সেটলার বাঙালিরা যৌথভাবে বাজারে আসা নিরীহ লোকজনের উপর নির্বিচারে হামলা চালায়। এতে বহু নিরীহ পাহাড়ি হতাহত হয়। ২১বছর অতিক্রান্ত হলেও এ হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে আজো কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More