নান্যাচর গণহত্যা দিবসে গুইমারায় পিসিপি’র স্মরণসভা

0

গুইমারা প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারায় নান্যাচর গণহত্যার ২৭তম বার্ষিকী উপলক্ষ্যে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখার উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

‘সহস্র শোক জ্বেলে দিক প্রতিবাদের অগ্নিমশাল’ এই শ্লোগানে সকাল ১১টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে নান্যাচর গণহত্যাসহ এযাবৎকালে পার্বত্য চট্টগ্রামে ঘটিত সকল গণহত্যা এবং জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু ত্রিপুরার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা কমিটির সহ-সভাপতি শান্তি রতন চাকমা, লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা নেতা শুভ চাকমা ও ইউপিডিএফ প্রতিনিধি তানিমং মারমা। সভায় সভাপতিত্ব করেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা কমিটির সহ-সভাপতি অনিমেষ চাকমা।

বক্তরা বলেন, ১৯৯৩ সালের আজকের এই দিনে রাঙামাটির নান্যাচর বাজারে সেনা-সেটলাররা পাহাড়ি ছাত্র-জনতার উপর যে বর্বর গণহত্যা চালিয়েছিলো ২৭ বছরেও আমরা এ ঘটনার বিচার পাইনি। নান্যাচর গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার করতে হবে।

তারা বলেন, পার্বত‍্য চট্টগ্রামে সেনাবাহিনী আজও সেই দমন-পীড়ন, বর্বরতা, অত‍্যাচার চালাচ্ছে। পার্বত‍্য চট্টগ্রামে সেটলারদের মানব ঢাল হিসেবে ব‍্যবহার করে গণহত্যা ও সাম্প্রদায়িক হামলায় লেলিয়ে দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ছাত্র ও যুব সমাজকে এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস বিকৃতি, ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলা– সকল ঘটনায় সেনাবাহিনীর কায়েমী স্বার্থবাদী চক্রটি জড়িত রয়েছে। এ চক্রটি পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি জনগণকে উচ্ছেদের লক্ষ্যে নানা ষড়যন্ত্র জারি রেখেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই জোরদার করতে হবে।

 


সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More