নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
পার্বত্য চট্টগ্রামে চেয়ারম্যান-মেম্বারদের সংগঠন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছেআজ ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের চন্দনপতি কমিউনিটি সেন্টারে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ-এর খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সোনারতন চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, দিঘীনালা উপজেলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান পরিতোষ চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল জীবন চাকমা, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা, ভাইবোন ছড়া ইউপি সদস্য করুনাময়ী চাকমা এবং বাবুছড়া ইউপি সদস্য গোপা দেবী চাকমাসম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন জুম্ম জনপ্রতিনিধি সংসদের কেন্দ্রীয় সদস্য হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশ্যেই প্রু মারমা এবং পরিচালনা করেন মিলন দেওয়ান মনাঙ

সম্মেলনে বক্তারা বলেন, সরকার স্থানীয় চাহিদা পূরণ না করে সেমুতাঙ-এর গ্যাস বাইরে পাচার করছেঅথচ পার্বত্য চট্টগ্রামের জনগণকে গ্যাসের নায্য অধিকার থেকে বঞ্চিত করছেসরকার জেলা পরিষদের নির্বাচন না দিয়ে পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিনত করছে বলে বক্তারা উল্লেখ করেন

বক্তারা সেমুতাঙের গ্যাস পার্বত্য চট্টগ্রামের বাইরে পাচারের প্রতিবাদে এবং জেলা পরিষদের নির্বাচন দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান

বক্তারা অবিলম্বে জেলা পরিষদের নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়া, পার্বত্য চট্টগ্রামের জনগণের চাহিদা মোতাবেক গ্যাস সরবরাহ ও সেমুতাঙের গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা প্রতিষ্ঠা করার দাবি জানান

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমাকে সভাপতি, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মিলন দেওয়ানকে সাধারণ সম্পাদক, চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমাকে তথ্য ও প্রচার সম্পাদক এবং ভাইবোন ছড়া ইউপি সদস্য সুজন চাকমাকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More